ইউনিয়ন ব্যাংকের নবম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। এজিএমে ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী সভায় স্বাগত বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০২১ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘গত দুই বছর বাংলাদেশসহ সারা পৃথিবী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়েছে। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০২১ সালে ইউনিয়ন ব্যাংক সব কটি আর্থিক সূচকে ভালো করেছে। যথাযথ ব্যবস্থাপনা ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে পেরেছি। গত বছর ইউনিয়ন ব্যাংকের মোট সম্পদ ১৫ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ২০২১ সাল শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ২১ হাজার ৩ কোটি টাকা, যা চলতি বছরের ৩০ জুন ২৪ হাজার ৯৪৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।’

এমডি আরও বলেন, ২০২১ সালে ব্যাংকের রেটিং দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’, যা ইউনিয়ন ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, উত্তম তারল্য অবস্থা ও কাঠামোগত স্থিতিশীলতার নির্দেশক। বিনিয়োগ বহুমুখীকরণের জন্য আমরা সময়োপযোগী কৌশলগত পদক্ষেপ নিয়েছি। ক্ষুদ্র ও এসএমই, নারী উদ্যোক্তা ও উৎপাদনশীল খাতে ব্যাংকের বিনিয়োগ সম্প্রসারণ করা হয়েছে। শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা ও সহযোগিতায় ইউনিয়ন ব্যাংক সামনের বছরগুলোতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম ব্যাংকের সব উদ্যোক্তা, পরিচালক, শেয়ারহোল্ডার, গ্রাহক, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকেও ধন্যবাদ জানান।

আহসানুল আলম বলেন, সবার সহযোগিতায় চতুর্থ প্রজন্মের শরিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংক উত্তরোত্তর ভালো করছে। ইউনিয়ন ব্যাংক এখন পর্যন্ত সাফল্যের পথে হেঁটেছে, ভবিষ্যতেও আরও বড় সাফল্যের পথে পদচারণা অব্যাহত রাখবে।