ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা কাস্টম হাউস

চট্টগ্রাম কাস্টম হাউসছবি: সংগৃহীত

দেশের কাস্টম হাউসগুলো শুধু ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের দিন ছাড়া সরকারি ছুটির বাকি দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্কায়নে সীমিত আকারে সব কাস্টম হাউস পরিচালিত হবে। এ জন্য সব কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর।

এই আদেশে বলা হয়েছে, দেশের আমদানি–রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ছাড়া শুক্রবার থেকে (২৯ এপ্রিল) থেকে বুধবার (৪ মে) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টম হাউসগুলো সীমিত আকারে খোলা থাকবে। এ জন্য প্রতিটি কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি–রপ্তানি হয়। এরপরই বেনাপোল কাস্টম হাউস দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমও খোলা থাকবে।