ঈদের দিন ছাড়া প্রতিদিনই খোলা সব কাস্টম হাউস

দেশের সব কাস্টম হাউস শুধু ঈদের দিন বন্ধ থাকবে। ওই দিন ছাড়া বাকি দিনগুলোতে আমদানি–রপ্তানির কার্যক্রম সীমতি আকারে পরিচালনা করা যাবে। এ জন্য সব কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)।

গতকাল মঙ্গলবার এনবিআরের আদেশে বলা হয়েছে, ১৫ মে পর্যন্ত শুধু ঈদের দিন ছাড়া প্রতিদিনই সীমিত পরিসরে কাস্টম হাউসগুলো খোলা থাকবে। দেশের আমদানি–রপ্তানির কার্যক্রমকে গতিশীল ও ব্যবসা–বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে এই আদশে দেওয়া হয়েছে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এরপরই যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে। আর এ কাজের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কাস্টমের। তাই ঈদের ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর ও বেনাপোল কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাংক বন্ধ থাকলে অনেক আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল করতে চান না। তাই জরুরি প্রয়োজনে কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে তুলনামূলক কম জনবল দিয়ে কাস্টম হাউস খোলা থাকবে।

করোনার কারণে এমনিতেই আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় কমে গেছে। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায়ে প্রায় ২০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে।

এই সময়ে আমদানি পর্যায়ে অর্থাৎ, কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোর মাধ্যমে ৫৩ হাজার ৯৮৮ কোটি টাকা শুল্ক-কর আদায় হয়েছে। যদিও উল্লিখিত সময়ে শুল্ক-কর আদায়ের লক্ষ্য ছিল ৭৩ হাজার ৬৯৩ কোটি টাকার।