আর-ভেঞ্চার্স ৩.০-এর চূড়ান্ত পর্ব আজ

শেষ হলো আর-ভেঞ্চার্স ৩.০-এর সেমিফাইনাল রাউন্ড। আর-ভেঞ্চার্স হলো বেসরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি’র ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম। এবার এর তৃতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। বিভিন্ন ধাপ শেষে সেমিফাইনালে সেরা ১১টি আইডিয়া নির্বাচন করা হয়েছে, এই স্টার্টআপগুলো নিয়ে শুরু হতে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে।
আর-ভেঞ্চার্স প্রাইভেট ইক্যুইটি ফান্ডের একটি অংশ। এটি রবির সম্পূর্ণ মালিকানাধীন আইসিটি সহায়ক সংস্থা, রেডডট ডিজিটাল লিমিটেড কর্তৃক স্পনসরকৃত এবং বিএসইসি অনুমোদিত বিকল্প বিনিয়োগ তহবিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেডডট ডিজিটাল লিমিটেড নির্বাচিত স্টার্টআপগুলোয় ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করবে। এর পাশাপাশি তহবিল সংগ্রহের জন্য উদ্যোগগুলোকে অন্যান্য বিনিয়োগকারীদের একটি পুলের সঙ্গেও সংযুক্ত করা হবে। অংশগ্রহণকারীরা পুরো যাত্রাজুড়ে আর-ভেঞ্চারের একটি দল হিসেবে মেন্টরশিপ ও গ্রুমিং সহযোগিতা পাবে।

আর-ভেঞ্চারস ৩.০-এর সেমিফাইনাল রাউন্ডের জন্য প্রায় ১২০টি প্রস্তাবের মধ্য থেকে সেরা ২৫টি প্রস্তাব বাছাই করা হয়েছিল। বাছাই করা প্রস্তাবগুলোর মধ্যে ৪০ শতাংশই হলেন নারী উদ্যোক্তা।

সেমিফাইনালে অংশগ্রহণকারীরা গত ৭ ও ৯ ফেব্রুয়ারি রবি এবং এসবিকে টেক ভেঞ্চারসের সহায়তায় রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত একটি প্রশিক্ষণ সেশনে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পর দলগুলো বিচারকদের সামনে তাঁদের প্রস্তাব তুলে ধরেছিলেন। বাছাই করা প্রস্তাবগুলোর মধ্যে ছিল এন্টারপ্রাইজ সেক্টরের জন্য আইওটি সল্যুশন, ইএসজি’র (এনভায়রনমেন্টাল, সোশ্যাল ও গভর্ন্যান্স) ওপর এন্টারপ্রাইজ সেক্টরের প্রভাব পরিমাপ করার সল্যুশন, আইনি সেবার জন্য খাত তৈরি, প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবাবিষয়ক সল্যুশন, নারীদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসেবা, আর্থিক ও সুস্থতাবিষয়ক সল্যুশন, নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ফিনটেক সল্যুশন, এসএমই খাতের জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সল্যুশন, রিসাইক্লিং সুবিধার জন্য সল্যুশন, ফার্ম টু টেবিল ডিজিটাল প্ল্যাটফর্ম, পোশাক খাতের ব্যবসায়ীদের জন্য মার্কেটপ্লেস, অভিবাসী শ্রমিকদের জন্য সল্যুশন, সবুজ প্রযুক্তি ব্যবহারের জন্য সল্যুশন ইত্যাদি।

সেমিফাইনাল রাউন্ডের জন্য প্রতিযোগী ২৫টি দলকে স্টার্টআপ প্রশিক্ষণ দিয়েছে খাত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল। প্রশিক্ষণ শেষে সেমিফাইনালের দলগুলো জুরিবোর্ডের কাছে নিজেদের আইডিয়া উপস্থাপন করে।

সেমিফাইনালে জুরি প্যানেলে ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, এসবিকে টেক ভেঞ্চারসের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, রেডডট ডিজিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিব মুস্তাবসির এবং সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়ালের মুজতানিবুল আহমেদ। জুরিবোর্ড প্রস্তাবগুলোর অনন্যতা, কার্যকারিতা, ব্যবসায়িক মডেল, প্রস্তাব জমা দেওয়া কোম্পানির কাঠামো, প্রযুক্তির ব্যবহার, আর্থিক বিশ্লেষণ এবং বাস্তবায়ন পরিকল্পনার ওপর ভিত্তি করে প্রস্তাবগুলো বাছাই করেছে।

আজ রোববার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অর্থাৎ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত দলগুলো হচ্ছে এসিসটিভ টেকনোলজি থেকে ‘দৃষ্টি’, ই-কমার্স ও রিটেইল থেকে ‘ডিজি দোকান লিমিটেড’, গার্মেন্টস টেক থেকে ‘ফেব্রিক লাগবে লিমিটেড’, ফিনটেক থেকে ‘জমা ও হিসাবপ্লাস’, গ্রিনটেক বা মোবিলিটি থেকে ‘মাইল’, সফটওয়ার অ্যান্ড টেকনোলজি থেকে ‘এএনটিটি রোবটিকস’, কনজিউমার সার্ভিসেস থেকে ‘ইয়োর-ক্যাম্পাস’, সার্কুলার ইকোনমি বা ক্লিনটেক থেকে ‘রিসাইকেল জার ইকোসিস্টেম’, লিগ্যাল টেক থেকে ‘উকিল’ ও হেলথ টেক ইন্ডাস্ট্রি থেকে ‘রিল্যাক্সি লিমিটেড’।