আসিফের প্রতিষ্ঠান সেবা দিচ্ছে লাখো গ্রাহককে

দেশের অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) হিসেবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এসব প্রযুক্তিপ্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রিল্যান্সিংসহ সফটওয়্যার উন্নয়ন, ওয়েবসাইট ডিজাইন, কল সেন্টার সাপোর্টের মতো কাজ হচ্ছে এখন। এম আসিফ রহমান এমনই একজন উদ্যোক্তা। বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হলেও ২০০৩-০৪ সালে হাঁটি হাঁটি পা পা করছে। তখন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে নানা ধরনের প্লাগ–ইন তৈরি শুরু করেন আসিফ। পরবর্তী সময়ে আসিফ সফল প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলেন। বন্ধুদের সঙ্গে ফেসবুকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিনিয়োগও করেন। তাঁর প্রতিষ্ঠিত ডব্লিউপিডেভেলপার নামের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ার্ডপ্রেস প্লাগ–ইন তৈরি করছে। বর্তমানে বিশ্বের ৬০ লাখের বেশি ওয়েবসাইটে তাদের তৈরি ওয়ার্ডপ্রেস টুল ব্যবহৃত হয়।

আসিফ ২০০৮ সালে প্রযুক্তিবিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট টেক জার্নাল শুরু করেন। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে মাসে দুই কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছায় এই ওয়েবসাইট। তখন তিনি নিয়মিত অংশ নেন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে। ২০১১-১২ সালে ফেসবুক আইপিও ছাড়ে। তত দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে আসিফের বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুদের সঙ্গে মিলে ফেসবুকে বিনিয়োগ করেন তিনি। শুধু ফেসবুক নয়, বন্ধুরা মিলে বেশ কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানেও বিনিয়োগ করেন। আসিফ ও তাঁর বন্ধুরা সম্মিলিতভাবে প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগ করেন। ফেসবুকসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ছোট প্রযুক্তিপ্রতিষ্ঠানেও দল হিসেবে বিনিয়োগ করেন আসিফ।

২০১১ সালে ‘ডব্লিউপিডেভেলপার’ নামে প্রযুক্তিপ্রতিষ্ঠান গড়ে তোলেন আসিফ। ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগ-ইন তৈরির ওই প্রতিষ্ঠানে বর্তমানে ১৩০ জনের বেশি কর্মী কাজ করেন। যোগাযোগ–প্রযুক্তি শ্রেণিতে আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার ২০২৩ পেয়েছেন এম আসিফ রহমান।