১৫ লাখ ডলারের বিনিয়োগ পেল পিকাবু

বিদেশি বিনিয়োগ পাওয়ার তালিকায় এবার যুক্ত হয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠান পিকাবু। অনলাইন ও বিক্রয়কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য বিক্রেতা এই প্রতিষ্ঠান ১৫ লাখ মার্কিন ডলারের দেশি-বিদেশি বিনিয়োগ পেয়েছে, যা দেশি মুদ্রায় ১৫ কোটি ৭৫ লাখ টাকা।

পিকাবু স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে এই প্রি-সিরিজ বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে ভারতীয় কোম্পানি জেরো। বিনিয়োগকারী হিসেবে স্টার্টআপ বাংলাদেশ, বাংলাদেশ অ্যাঞ্জেলস ও কুস্তাভ দাশ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিকাবুর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মরিন হোসেন তালুকদার বলেন, পৌনে ১৬ কোটি টাকার মধ্যে ৩ কোটি টাকা বিনিয়োগ করছে স্টার্টআপ বাংলাদেশ। এটি সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি।

২০১৬ সালে প্রথাগত ই-কমার্স শুরু করে পিকাবু। তখন মরিন হোসেন তালুকদারের সঙ্গে সহপ্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুল রশীদ ও ভারতীয় কোম্পানি মোমাজিকের প্রতিষ্ঠাতা অরুণ গোপ্তা। বর্তমানে পিকাবুর কর্মীসংখ্যা ৬৫।

করোনায় ধাক্কা খাওয়ার পর ব্যবসার মডেল পরিবর্তন করে পিকাবু। তখন ওমনি চ্যানেল চালুর সিদ্ধান্ত নেয় তারা। এর ফলে একটি ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠানকে একাধিক ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রেতায় পরিণত করা হয়। পিকাবু নামে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে পরিচালিত এসব বিক্রয়কেন্দ্র পরিচালিত হয়। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে এমন বিক্রয়কেন্দ্রের সংখ্যা ১৮টি। এখন পর্যন্ত আট মোবাইল ফোন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে পিকাবুর।

জানতে চাইলে মরিন হোসেন তালুকদার বলেন, ‘নতুন বিনিয়োগের অর্থ আমরা অনলাইন ও বিক্রয়কেন্দ্রের ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ ব্যবস্থা উন্নত করতে ব্যয় করব।’