১২ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ যাত্রী স্টার্টআপে

যাত্রীর তিন সহপ্রতিষ্ঠাতা খন্দকার তাসওয়ার জাহিন, আজিজ আরমান ও জিয়া উদ্দিন

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার গণপরিবহনে অ্যাপের মাধ্যমে টিকেটিং সেবা দেওয়ার মধ্য দিয়ে স্টার্টআপ প্রতিষ্ঠান ‘যাত্রী’র যাত্রা শুরু হয়। এতে সফলতা আসায় বাস কাউন্টার ব্যবস্থাপনার সেবা অ্যাপে সংযুক্ত করে প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামের অনেক ব্যক্তিমালিকানাধীন বাসের টিকিট ব্যবস্থাপনায় যুক্ত হয় যাত্রী।

প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে এক হাজার ইন্টার সিটি বা আন্তজেলা ও সিটি বাসের সঙ্গে কাজ করছে যাত্রী। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৩৫ লাখ বাসের টিকিট বিক্রি করেছে। সরকারের সংস্থা বিটিআরসির বাসের টিকিট ব্যবস্থাপনাতেও গত বছর যুক্ত হয়েছে যাত্রী। এ ছাড়া চলতি বছর রাইড শেয়ারিং অ্যাপ চালু করেছে স্টার্টআপটি। এর মাধ্যমে মাইক্রোবাস ভাড়া করা যায়। কোনো যাত্রী অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট পাঠালে আগ্রহী চালকেরা বিভিন্ন ভাড়া অফার করেন। তখন সে যাত্রী পছন্দ অনুযায়ী গাড়ি বেছে নিতে পারেন।

বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক এ স্টার্টআপ ১২ লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি টাকার বেশি (১ ডলার=৮৫ টাকা ধরে)। যাত্রীতে এই ‘প্রি সিরিজ এ’ বিনিয়োগ করেছে চীনা প্রতিষ্ঠান রিফ্লেক্ট, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিটিএফভি ভিশন ফান্ড ও এসবিকে টেক ভেঞ্চার। এর সঙ্গে স্টার্টআপটিতে আগের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও রয়েছে। নতুন কোনো উদ্যোগ যখন প্রাথমিক পুঁজি নিয়ে বাজারে ভালো ফল দেখায়, তাদের ক্ষেত্রে সিরিজ এ শ্রেণির বিনিয়োগ করা হয়। তার আগের ধাপ হচ্ছে প্রি সিরিজ এ বিনিয়োগ। গতকাল সোমবার বিদেশি বিনিয়োগ পাওয়ায় এই তথ্য নিশ্চিত করেছে যাত্রী কর্তৃপক্ষ।

যাত্রীর তিন সহপ্রতিষ্ঠাতা হলেন আজিজ আরমান, খন্দকার তাসওয়ার জাহিন ও জিয়া উদ্দিন। তাঁদের মধ্যে আজিজ আরমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

যাত্রীর সিইও আজিজ আরমান প্রথম আলোকে বলেন, বড় কোম্পানিগুলো নিজেদের টিকিট ব্যবস্থাপনা আধুনিক করে ফেলেছে। তবে ব্যক্তিমালিকানাধীন বাসের টিকিট ব্যবস্থাপনা ছিল প্রথাগত। অথচ সেসব বাসেই বেশি মানুষ চড়ে গন্তব্যে যান। সে জন্যই আমরা তাদের টার্গেট করে যাত্রী শুরু করি। তিনি বলেন, ‘নতুন বিনিয়োগ দিয়ে আমরা আমাদের অংশীদারদের সেবার মান বৃদ্ধি করব। তা ছাড়া সরাসরি যাত্রীদের সেবা দেওয়ার পরিকল্পনা করছি।’