এসএমই উদ্যোক্তাদের ডেটাবেইস তৈরি হচ্ছে

বাংলাদেশ সরকার
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কোনো ডেটাবেইস ছিল না এত দিন। এ কারণে ঋণ বিতরণ থেকে শুরু করে সরকারি প্রণোদনা পাওয়া থেকে নানাভাবে বঞ্চিত হতেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। তাই বিভিন্ন মহলের দাবি ও প্রয়োজনীয়তা থেকে এসএমই খাতের ই-ডেটাবেইস তৈরির উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। ডেটাবেইসে নিবন্ধিত হলে সহজে সেবা পাবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের সম্মেলনকক্ষে এসএমই ই-ডেটাবেইসের পাইলট কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হ‌ুমায়ূন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান।

ই-ডেটাবেইস তৈরির কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকার শ্যামপুর, বগুড়ার আদমদীঘি, পিরোজপুরের নেছারাবাদ এবং কিশোরগঞ্জের ভৈরব—এই চারটি এলাকাকে পাইলট আকারে নেওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, ই-ডেটাবেইস তৈরি হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা উপকৃত হবেন।