করোনার টিকা দিতে চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কেনা হচ্ছে

করোনাভাইরাসের টিকা দিতে চীন থেকে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ কেনা হচ্ছে। আজ রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন। তিনি বলেন, চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস ফরেন ট্রেড করপোরেশন থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) সিরিঞ্জগুলো কেনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, খুব শিগগির টিকা চলে আসবে। সময় বাঁচাতে তাই সরাসরি পদ্ধতিতে সিরিঞ্জ কেনা হচ্ছে। আর চীন ছাড়া অন্য কারও পক্ষে এত বিপুল পরিমাণ সিরিঞ্জ দেওয়ার সক্ষমতা নেই।
প্রস্তাবে বলা হয়েছে, ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকা দিতে ২৭ কোটি ৬৪ লাখ সিরিঞ্জের দরকার। প্রতি মাসে ২ কোটি মানুষকে টিকা দিতে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ জরুরি ভিত্তিতে কিনতে হবে।

এদিকে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। নতুন সময় ২০২৬ সাল পর্যন্ত। একই সঙ্গে বিদ্যুৎ আমদানির পরিমাণ ১০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১৬০ মেগাওয়াট করা হয়েছে। অতিরিক্ত সচিব জানান, নতুন সিদ্ধান্তে বিদ্যুৎ আমদানিতে সরকারের সাশ্রয় হবে ৭০৬ কোটি টাকা। পাঁচ বছরে প্রায় ৪ হাজার ১৮৮ কোটি ৭৮ লাখ টাকা বিদ্যুতের মূল্য পরিশোধ করতে হবে।