করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তি‌নি বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৪০ বছর।

আজ রোববার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সরকারি ছুটি ঘোষিত হওয়ার পর বাসায় অবস্থান করছিলেন ওই ব্যাংক কর্মকর্তা। এর মধ্যে জরুরি প্রয়োজনে একদিন গুলশানের প্রধান কার্যালয়ে অফিস করেন ও একটি সুপারশপে কেনাকাটা করেন। এরপর বেশ কিছুদিন ধরে কাশি এবং জ্বরে ভুগছিলেন। করোনা সন্দেহে দুবার পরীক্ষা করেছিলেন। কিন্তু দুবারই ফলাফল নেগেটিভ আসে। পরে পরিস্থিতির অবনতি হলে গতকাল শনিবার মুগদা হাসপাতালে ভর্তি হন। আবারও পরীক্ষা করা হয়।

কিন্তু চূড়ান্ত রিপোর্ট আসার আগেই রোববার সকালে মৃত্যুবরণ করেন ওই কর্মকর্তা।

আজ দুপুরে তাঁকে তালতলা কবরস্থানে দাফন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে করোনা রোগী দাফনের বিশেষজ্ঞ দল।

জানা গেছে, ওই কর্মকর্তার মৃত্যুসনদ পেলেই তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতা দেবে সিটি ব্যাংক। করোনায় আক্রান্ত ব্যাংকারদের পদ অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। তবে ব্যাংক কর্মকর্তা মৃত্যুবরণ করলে তার ৫ গুণ টাকা পরিবারকে দেওয়ার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

তাঁর মৃত্যু নিয়ে পরিবারের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।