কর্মবিরতি স্থগিত, ১২ ঘণ্টা পর বন্দরে সচল কনটেইনার পরিবহন

চট্টগ্রাম বন্দর চত্বরে কনটেইনারের সারি
প্রথম আলো ফাইল ছবি

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন সচল হয়েছে।

কনটেইনার পরিবহনকারী গাড়ির শ্রমিকদের সংগঠন ‘চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন’ কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর সন্ধ্যা ছয়টা থেকে কনটেইনার পরিবহন সচল হয়।

আরও পড়ুন

কর্মবিরতি আহ্বানকারী সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, একটি পরিবহন কোম্পানি কোনো কারণ ছাড়াই ৩৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। এর প্রতিবাদে এবং শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের দাবিতে এই কর্মবিরতি ডাকা হয়েছিল। পুলিশ প্রশাসন আগামীকাল রোববার আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে। এ জন্য রোববার সভা শেষ না হওয়া পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

কর্মবিরতির একপর্যায়ে বন্দরের একাংশে জাহাজ থেকে কনটেইনার ওঠানো নামানোর কার্যক্রম কার্যত ব্যাহত হয়। পরে সন্ধ্যার পর আবার স্বাভাবিক হয়ে আসে। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, কর্মসূচি স্থগিত হওয়ার পর বন্দর থেকে ডিপোতে কনটেইনার আনা নেওয়া শুরু হয়েছে। বন্দর জেটিতেও জাহাজ থেকে কনটেইনার ওঠানো নামানো স্বাভাবিক রয়েছে।