কাঁচামাল খালাসের সুযোগ চান শিল্পমালিকেরা

দেশের নৌবন্দরে শিল্পের কাঁচামাল নিয়ে আটকে থাকা মাদার ভেসেল ও লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের সুযোগ চান শিল্পমালিকেরা। তাঁরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন বন্দরে শিল্পের কাঁচামাল নিয়ে কিছু মাদার ভেসেলের পাশাপাশি পাঁচ শতাধিক লাইটার ভেসেল আটকে আছে। প্রশাসনিক বাধা ও শ্রমিক স্বল্পতার কারণে কয়েক লাখ টন আমদানি করা কাঁচামাল খালাস করা যাচ্ছে না।

শিল্পমালিকেরা বলছেন, একদিকে মাদার ভেসেল আটকে থাকায় আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী বাড়তি মাশুল গুনতে হচ্ছে। অন্যদিকে পাঁচ শতাধিক লাইটার ভেসেল কাঁচামাল নিয়ে আটকে থাকায় জরুরি প্রয়োজনে নদীপথে জরুরি পণ্য পরিবহনের ক্ষেত্রে ভবিষ্যতে জাহাজসংকট তৈরি হতে পারে। এ প্রসঙ্গে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মো. আলমগীর কবির বলেন, শুধু শিল্পের কথা চিন্তা করে নয়, দেশের প্রয়োজনীয় মুহূর্তে যাতে মাদার ভেসেল ও লাইটার ভেসেলগুলো ব্যবহার করা যায়, সেই বিবেচনায় হলেও আটকে পড়া ভেসেলগুলো থেকে কাঁচামাল খালাসের সুযোগ দেওয়া উচিত। সামনে রমজান আসছে। এ সময় খাদ্যপণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। তখন পণ্য পরিবহনে জাহাজের চাহিদাও বাড়বে।

আলমগীর কবির আরও বলেন, সরকার কাঁচামাল খালাসের অনুমতি দিলে স্বাস্থ্যবিধি মেনেই খালাসের ব্যবস্থা করা হবে।