চট্টগ্রাম চেম্বারে মাহবুবুল আলমের নতুন রেকর্ড

মাহবুবুল আলম
বিজ্ঞপ্তি

টানা পঞ্চমবারের মতো চট্টগ্রাম চেম্বারের সভাপতি হয়েছেন মাহবুবুল আলম। আজ মঙ্গলবার সকালে আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের চেম্বার কার্যালয়ে পরিচালকদের সম্মতিতে বিনা ভোটে তিনি নতুন করে দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। আগে থেকেই সবকিছু নির্ধারিত থাকায় তাঁর বিরুদ্ধে কোনো প্রার্থী ছিল না।

চট্টগ্রাম চেম্বার সূত্রে জানা গেছে, পাঁচবারই মাহবুবুল আলম বিনা ভোটে চট্টগ্রাম চেম্বারের সভাপতি হয়েছেন। ২০১৩ সালে প্রথম সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন খাতুনগঞ্জের এ ব্যবসায়ী। ১৯০৬ সালে যাত্রা শুরুর পর ১১৫ বছরের পুরোনো এই ব্যবসায়ী সংগঠনে টানা পাঁচবার সভাপতি হয়ে রেকর্ড গড়েন তিনি। এর আগে আর কেউ এ চেম্বারে একটানা পাঁচ বার সভাপতির দায়িত্ব পালন করেননি। তবে ভিন্ন ভিন্ন সময়ে সর্বোচ্চ সাত বার সভাপতির দায়িত্ব পালন করেছেন ইংরেজ এ আর ল্যাশমান।

বাণিজ্য সংগঠন বিধিমালায় একজনের তিন মেয়াদের বেশি নির্বাচন করার সুযোগ ছিল না। গতবার বিধিমালা সংশোধনের ফলে মাহবুবুল আলম পঞ্চমবারের মতো সভাপতি হওয়ার সুযোগ পেয়েছেন। মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীদের আস্থা আছে বলেই তারা বারবার আমাদের নির্বাচিত করেছে। সব সময় ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এগিয়ে এসেছি, তা অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে কাজ করে যাব।’

চট্টগ্রাম চেম্বারের তিন সদস্যের প্রেসিডিয়াম পর্ষদের জ্যেষ্ঠ সহসভাপতি মনোনীত হয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

নতুন সভাপতি মাহবুবুল আলম ও সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গত বছর আওয়ামী লীগের শিল্পবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন। মাহবুবুল আলম এম আলম গ্রুপের চেয়ারম্যান। ব্যাংক, বিমা, হাসপাতাল, মৎস্য ও আমদানি-রপ্তানি খাতে ব্যবসা রয়েছে তাঁর। আর জ্যেষ্ঠ সহসভাপতি তরফদার রুহুল আমিনের মূল ব্যবসা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা।

সভাপতি, সহসভাপতি নির্বাচিত হওয়ার আগে বিনা ভোটে ২৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা বোর্ড গত রোববার তাঁদের বিজয়ী ঘোষণা করে। নবনির্বাচিত পরিচালকদের সম্মতিতে আজ প্রেসিডিয়াম পর্ষদ ঠিক হয়। সবাই স্থানীয় সাংসদ এম এ লতিফের সমর্থিত প্যানেলের। ২০০৮-১০ মেয়াদে এম এ লতিফ প্রথম চেম্বারের সভাপতি হন। এরপর থেকে তাঁর প্যানেলই চেম্বারে নেতৃত্ব দিয়ে আসছে

১৯০৬ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স নামে এই চেম্বার যাত্রা শুরু করে। প্রথমবার সভাপতি হন জে আই ব্রাউন। ইংরেজ আমলে ইউরোপীয়রা নেতৃত্ব দিয়েছিল এই চেম্বারে। স্বাধীনতার পর থেকে এই চেম্বারের নেতৃত্ব দেওয়া আটজন ব্যবসায়ী পরে সাংসদ হয়েছিলেন। ১৯৭৪-৭৮ মেয়াদে দায়িত্ব পালন করে জহিরউদ্দিন খান ১৯৭৯ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। শিল্পমন্ত্রীও ছিলেন তিনি। এ কারণে এই চেম্বারের নেতৃত্বের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বেশি।