চট্টগ্রামে দুই বছরে চালু হচ্ছে ৪ তারকা হোটেল

বছর পাঁচেক আগেও বন্দরনগর চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল নেই বলে আক্ষেপের শেষ ছিল না রপ্তানিকারকদের। তাঁদের আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়ে দিয়েছিল র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ। আন্তর্জাতিক ব্র্যান্ডের এই হোটেল চালুর প্রায় পাঁচ বছর পর আরেকটি চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স যাত্রা শুরু করছে এ মাসে। নির্মাণকাজ চলছে আরও তিনটি তারকার। সব মিলিয়ে আগামী দুই বছরে চালু হতে যাচ্ছে চারটি তারকা হোটেল।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পাঁচ তারকা হোটেলের সংখ্যা ১৭। এর মধ্যে ঢাকায় নয়টি, কক্সবাজারে চারটি এবং চট্টগ্রাম, যশোর, বগুড়া ও মৌলভীবাজারে একটি করে পাঁচ তারকা হোটেল রয়েছে। এ ছাড়া চার তারকা হোটেল আছে চারটি, যার মধ্যে দুটি চট্টগ্রামে। এই তথ্য থেকে পরিষ্কার যে দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম বন্দরনগর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে তারকা হোটেলের সংখ্যা এখনো খুবই কম।
ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেন, বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারা কোনো শহরে গেলে প্রথমে তারকা হোটেলের খোঁজ করেন। বিদেশি বিমান সংস্থার ক্রুরাও তারকা হোটেল বেছে নেন। চট্টগ্রামে তারকা হোটেলের সংখ্যা কম হওয়ায় এখানে অবস্থান করতে আগ্রহ কম বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের। নতুন নতুন তারকা হোটেল চালু চলে তাঁরা চট্টগ্রামে থাকতে আগ্রহী হবেন বলে মনে করেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, চট্টগ্রামকে ঘিরে অবকাঠামো উন্নয়নসহ যে অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে, তাতে এখানে তারকা হোটেলের চাহিদা বাড়ছে। তাই তারকা হোটেলের সংখ্যা বাড়লে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা চট্টগ্রামে যেমন আসতে চাইবেন, তেমনি এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।
>এ মাসে চালু হচ্ছে একটি
আরও তিনটির নির্মাণকাজ চলছে
সব মিলিয়ে বছরখানেকের মধ্যে চালু হতে যাচ্ছে চারটি তারকা হোটেল।
চট্টগ্রামে ২০১৫ সালে প্রথম পাঁচ তারকা হোটেল হিসেবে যাত্রা শুরু করে র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ। কার্লসন রেজিডর হোটেল গ্রুপের সহায়তায় সেনা কল্যাণ সংস্থার অঙ্গপ্রতিষ্ঠান সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের অদূরে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে এই হোটেল নির্মাণ করে।
চালু হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন
চট্টগ্রামের অ্যালায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড আগ্রাবাদে সেনাকল্যাণ সংস্থার ২০ তলা ভবনে চলতি মাসে চালু করছে আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন’। তবে আগামী মার্চে বড় আকারে অনুষ্ঠান করে হোটেলটি উদ্বোধনের কথা রয়েছে। চার তারকা মানের এই হোটেলে তৈরিতে বিনিয়োগ হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। হোটেলটিতে কক্ষ রয়েছে ৮৮টি।
বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশীদ গতকাল বলেন, বেস্ট ওয়েস্টার্ন হোটেলের কক্ষে বসেই গ্রাহকেরা পাহাড়, হ্রদ, নদী ও সাগর—চট্টগ্রামের এই চার প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে দেখা যাবে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে হোটেলটিতে।
আসছে আরও তিন এবং
চট্টগ্রামে আরও তিনটি তারকা হোটেল হচ্ছে। এর মধ্যে আগ্রাবাদে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যারিয়টের হোটেলের নির্মাণকাজ এখন চলছে। চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গ্রুপ এই বৈশ্বিক ব্র্যান্ডের হোটেল নিয়ে এসেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পতেঙ্গায় পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ করছে চট্টগ্রামের পেনিনসুলা হোটেল কর্তৃপক্ষ। ‘দ্য পেনিনসুলা চিটাগং-এয়ারপোর্ট গার্ডেন’ নামে ১২ তলাবিশিষ্ট এই হোটেলের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে।
পেনিনসুলার কোম্পানি সচিব মোহাম্মদ নূরুল আজিম বলেন, প্রাথমিকভাবে ২৫০ কোটি টাকা বিনিয়োগ হবে। হোটেলটিতে দুই শতাধিক কক্ষ থাকবে। চার ভাগের তিন ভাগেই সবুজায়ন থাকবে। হোটেল থেকেই নদী, সাগর ও বিমানবন্দর দেখা যাবে।
মেরিডিয়ান গ্রুপ আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল নভোটেল নিয়ে আসছে। নগরের দামপাড়ায় হোটেলটির নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। হোটেলটিতে ১৭০টি কক্ষ থাকবে। হোটেলটির নির্মাণকাজ পুরোদমে। এই তিনটি ছাড়াও আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ১১ থেকে ২০ তলা পর্যন্ত চার তারকা মানের একটি হোটেল চালুর বিষয়ে কথাবার্তা চলছে।