তরঙ্গ নিলামে দাম বাড়াচ্ছে জিপি ও রবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তরঙ্গ নিলামের শেষদিকে কেউ কাউকে ছাড় দিচ্ছে না মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটা। সর্বশেষ ৫ মেগাহার্জ তরঙ্গ কিনতে দাম বাড়িয়েই চলছে এই দুই অপারেটর।

আজ সোমবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে সর্বশেষ ব্লকের নিলামের ৫৯তম রাউন্ড শুরু হয়। এই ৫ মেগাহার্জের নিলাম শুরু হয়েছে বেলা দেড়টার দিকে। ফলে ছয় ঘণ্টা ধরে দাম বাড়িয়েই চলছে দুই অপারেটর। এই ৫ মেগাহার্জের ভিত্তিমূল্য ছিল মেগাহার্জ-প্রতি ২ কোটি ৭০ লাখ ডলার। এই দর ৪ কোটি ১৫ লাখ ডলারে ইতিমধ্যে উঠে গেছে।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেলা ১১টা থেকে শুরু হওয়া এ নিলামে দেশের চার মোবাইল অপারেটর অংশ নেয়। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং চার অপারেটরের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম নিলাম পরিচালনা করছেন।

সকালে ১৮০০ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের মধ্য দিয়ে নিলাম শুরু হয়। এ ব্যান্ডের সক্ষমতা বেশি। মানে হলো, একসঙ্গে অনেক গ্রাহককে সেবা দেওয়া যায় ১৮০০ ব্যান্ড দিয়ে। এ ব্যান্ড থেকে আজ বাংলালিংক ৪ দশমিক ৪, রবি ২ দশমিক ৬ ও গ্রামীণফোন দশমিক ৪ মেগাহার্জ তরঙ্গ কেনে। ফলে আগের তরঙ্গসহ ১৮০০ ব্যান্ডে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের তরঙ্গ ২০ মেগাহার্জ করে দাঁড়ায়। টেলিটক ১৮০০ ব্যান্ডের নিলামে অংশ নেয়নি। ফলে ১৮০০ ব্যান্ডে তাদের তরঙ্গ ১০ মেগাহার্জ রয়ে যায়।

১৮০০ ব্যান্ডে প্রতি মেগাহার্জ ৩ কোটি ১০ লাখ ডলার দরে ৭ দশমিক ৪ মেগাহার্জ বরাদ্দ দিয়ে সরকারের আয় হয়েছে ১ হাজার ৯৫০ কোটি টাকা (৮৫ টাকা ডলার ধরে)। এ টাকা কিস্তিতে পরিশোধ করবে অপারেটরগুলো। তবে ২৫ শতাংশ টাকা দিয়ে তাদের তরঙ্গ বরাদ্দ নিতে হবে।

২১০০ ব্যান্ডের তরঙ্গ দিয়ে একসঙ্গে বেশি এলাকায় সেবা দেওয়া যায়। ব্যান্ড থেকে আজ শুরুতে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ৫ মেগাহার্জ করে তরঙ্গ নেয়, দাম দাঁড়ায় মেগাহার্জ-প্রতি ২ কোটি ৯০ লাখ ডলার। এরপর লড়াই শুরু হয় শেষ ৫ মেগাহার্জ নিয়ে, যা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শেষ হয়নি। নিলামের এ অংশে বাংলালিংক অংশ নেয়নি। টেলিটক অংশ নিয়ে একসময় ক্ষান্ত দেয়।

গ্রামীণফোন যদি শেষ ৫ মেগাহার্জ তরঙ্গ কিনতে পারে, তাহলে বাজারে তাদের তরঙ্গ সবচেয়ে বেশি দাঁড়াবে। আর রবি কিনতে পারলে তারা গ্রামীণফোনকে ছাড়িয়ে যাবে। শেষ ব্লকের নিলামের ৩৩তম রাউন্ডে বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান দুই অপারেটরকে তরঙ্গের দাম বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, দাম অনেক উচ্চতায় উঠে গেছে। ব্যাপক চড়া দাম অপারেটর ও জাতির জন্য ভালো হবে না। এত দামে তরঙ্গ কিনে ব্যবসাসফল হওয়া যাবে কি না, সেটাও বিবেচনায় রাখতে হবে।

কমিশনারের এ কথা বলার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬টি রাউন্ড পেরিয়েছে। জিপি ও রবি দাম হাঁকানো চালিয়েই যাচ্ছে। অবশ্য উপস্থিত অংশীজনদের কেউ কেউ বলছেন, চড়া দামে তরঙ্গ যে অপারেটরই কিনুক না কেন, তা গ্রাহকদের পকেট থেকেই যাবে।