ডেল্টা লাইফ ইনস্যুরেন্সে আবার ফিরল প্রশাসক


পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) করা আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আইডিআরএর করা আবেদনটি ১৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।

ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চার সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তার করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ৬ জানুয়ারি রায় দেন হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে আইডিআরএ আপিল বিভাগে আবেদন করে, যা গতকাল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে আইডিআরএর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শেখ মোহাম্মদ মোরশেদ। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান, আবুল কালাম আজাদ ও কারিশমা জাহান।

পরে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ১৬ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। এই সময়ে ডেল্টা লাইফের অভ্যন্তরীণ কার্যক্রমে আইডিআরএ হস্তক্ষেপ করতে পারবে না বলে উল্লেখ করেছেন আদালত। জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় এখন প্রশাসক কাজ করতে পারবেন।