ঢাকায় কম দামে নিত্য পণ্য বিক্রি ফ্রেশ ও তীরের

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী শীর্ষস্থানীয় দুই শিল্পগোষ্ঠী ঢাকায় তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রিতে নেমেছে। সিটি গ্রুপ ইতিমধ্যেই এ কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আগামী শনিবার থেকে এ কার্যক্রম শুরু করবে।

সিটি গ্রুপ জানিয়েছে, তারা তাদের তীর ব্র্যান্ডের প্যাকেটজাত চিনি কেজিপ্রতি ৬৫ টাকা দরে বিক্রি করছে, যার বাজার দর ৭২ টাকা। এ ছাড়া তারা পলিপ্যাকের এক লিটার সয়াবিন তেল ৯৩ টাকা দরে বিক্রি করছে। ঢাকায় এখন খোলা সয়াবিন তেলের লিটারই ৯৫ টাকা। এ ছাড়া সিটি অ্যাংকর ডাল ৪০ টাকা কেজিতে বিক্রি করছে।

সিটি ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, মতিঝিলের এজিবি কলোনি ও মিরপুরের শাহ আলী মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম চালাচ্ছে। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, শিগগিরই ট্রাকের সংখ্যা বাড়িয়ে পাঁচটি করা হবে।

মেঘনা জানিয়েছে, তারা ঢাকায় পাঁচটি ট্রাকে মোট ১৮টি পণ্য বিক্রি করবে। দাম রাখা হবে সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশ কম। ট্রাকগুলো একেক দিন একেক জায়গায় পণ্য বিক্রি করবে। জায়গাগুলো হলো, তেজগাঁও, কারওয়ান বাজার মোহাম্মদপুর, নিউমার্কেট, কল্যাণপুর, আসাদগেট, মহাখালী, বাড্ডা, রামপুরা, মগবাজার, বনশ্রী, কুড়িল, খিলক্ষেত, আশকোনা, উত্তরা, টঙ্গী, মিরপুর, ভাষানটেক, যাত্রাবাড়ি, কমলাপুর, মতিঝিল, তালতলা, পল্টন ও শান্তিনগর।

মেঘনা তাদের ফ্রেশ ব্র্যান্ডের ৭২ টাকা এমআরপির চিনি ৬৫ টাকা, ৫৩০ টাকার পাঁচ লিটারের তেল ৪৯০ টাকা, ৩৬ টাকার আটা ৩২ টাকা, ৩০ টাকার সুজি (৫০০ গ্রাম) ২৫ টাকা, ১১০ টাকার আধা লিটার সরিষার তেল ৯৬ টাকা, ১০৫ টাকার ডাল ৯৫ টাকা, ৩৫ টাকার লবণ ২৫ টাকা ও ৩১৫ টাকার গুঁড়া দুধ ২৯০ টাকা দরে বিক্রি করবে।

মেঘনার পণ্য তালিকায় হলুদ-মরিচ গুঁড়া, হালিম ও ফিরনি মিক্স, সুগন্ধি চাল, চা ইত্যাদি রয়েছে। তারা এসব পণ্যের দামও এমআরপির চেয়ে কম রাখবে। মেঘনা গ্রুপের (এফএমসিজি) উপব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় সাধারণ মানুষের জন্য তারা তুলনামূলক কম দামে পণ্য বিক্রির এই উদ্যোগ নিয়েছেন।