নকল সাইট নিয়ে গ্রাহকদের সতর্ক করল দারাজ

অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে নকল সাইটের পরিবর্তে গ্রাহক ও ক্রেতাদের দারাজ বাংলাদেশের আসল ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নকল সাইটে গিয়ে কেনাকাটা না করার জন্যও তারা গ্রাহকদের সতর্ক করেছে।  

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ বাংলাদেশ জানিয়েছে, গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের-ডিএমপি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি) প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে। অভিযুক্ত ব্যক্তি দারাজ বাংলাদেশের নামে ভুয়া ওয়েবসাইট বানিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তি দারাজ বাংলাদেশের মূল ওয়েবসাইটের অনুকরণে দারাজ ডট সিএল ডোমেইন নামে ভুয়া ওয়েবসাইট ও ‘দারাজ বাংলাদেশ’ নামে ভুয়া ফেসবুক পেজ তৈরি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করতেন এবং অবৈধ পণ্য বিক্রি করতেন। এতে দারাজের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এই প্রতারণার অভিযোগে রাজধানীর বনানী থানায় মামলা করেছে দারাজ।

দারাজ বলেছে, এই ধরনের প্রতারণার কারণে ই-কমার্স প্ল্যাটফর্মের প্রতি আংশিকভাবে আস্থা হারিয়েছেন ক্রেতারা। প্রতারক চক্র ইতিমধ্যে ক্রেতাদের কাছ থেকে অনেক টাকাও হাতিয়ে নিয়েছে। এ ধরনের প্রতারণা এড়াতে মূল ওয়েবসাইট www.daraz.com.bd এবং ফেসবুক পেজ www.facebook.com/DarazBangladesh থেকে কেনাকাটার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।