ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১০% লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্টস লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ওপরের সারির বাম দিক থেকে চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমানসহ অপর পরিচালকেরা
ছবি: বিজ্ঞপ্তি

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের জন্য ১০.০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক, উদ্যোগ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান ও কোম্পানি সেক্রেটারি মো. সরোয়ার কামাল, এফসিএস।

কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধির ধারা বজায় রাখার জন্য শেয়ারহোল্ডাররা কোম্পানির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সঙ্গে জড়িত। কোম্পানির মোট শেয়ারহোল্ডার ইকুইটি গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১,৮৯২.১৩ মিলিয়ন টাকা এবং একই তারিখে কোম্পানি ২৩৬.৮১ মিলিয়ন টাকা করত্তোর মুনাফা আয় করেছে। বিজ্ঞপ্তি