পারটেক্সের নকল ম্যাট্রেস বিক্রেতাদের জরিমানা

পারটেক্স ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল পণ্য বাজারজাত করায় রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি দোকান ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এলিট ফোম ম্যাট্রেস এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি পারটেক্স ব্র্যান্ডের নামে নকল ম্যাট্রেস প্রস্তুত ও বাজারজাত করে আসছে। সম্প্রতি ঢাকা মহানগরীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের আওতায় এ জরিমানা করেন।

পারটেক্স স্টার গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারটেক্স স্টার গ্রুপ তাদের নাম ব্যবহার করে নকল পণ্য প্রস্তুত ও বাজারজাতের বিরুদ্ধে আইনগত সহায়তা চেয়ে মিরপুর থানায় অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারটেক্স ম্যাট্রেস দেশজুড়ে শুধুমাত্র পারটেক্স ফার্নিচারের শোরুমে বিক্রি হয়। খোলা বাজারে পারটেক্স ব্র্যান্ড নামে কোনো ম্যাট্রেস বিক্রি করা হয় না। তাই এ বিষয়ে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে পারটেক্স স্টার গ্রুপ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি