প্রস্তাব ফেরত, ট্যাব কিনতে নতুন দরপত্র ডাকা হবে

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ট্যাব কেনার প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। প্রস্তাবটি ছিল ৫৪৮ কোটি ৭৩ লাখ টাকায় ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের কাছ থেকে ৩ লাখ ৯৫ হাজারটি ট্যাব কেনার।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য উঠেছিল।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ‘ট্যাব কেনার বিষয়ে কিছু ত্রুটি ধরা পড়েছে। এ জন্য এটি বাতিল করে পুনরায় দরপত্র ডাকার সিদ্ধান্ত হয়েছে।’

জানা গেছে, ট্যাবগুলো কিনতে সুপারিশ করেছিল বিবিএসের মূল্যায়ন কমিটি। দরপত্রে ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অংশগ্রহণ করেছিল। ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড ৫৪৮ কোটি ৭৩ লাখ টাকা দর দিলেও ওয়ালটন দিয়েছিল ৪০২ কোটি টাকা। কিন্তু বিবিএস ১৪৬ কোটি টাকা বেশি দরে ফেয়ার ইলেকট্রনিকসকে কাজ দিতে চেয়েছিল।

এদিকে ‘মাতারবাড়ি-বাঁশখালী ও মদুনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন’ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চট্টগ্রামের বাঁশখালী এলাকায় নির্মাণাধীন এসএস পাওয়ার লিমিটেড নামের বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য সরকারি বেসরকারি অংশীদারির ভিত্তিতে এই প্রকল্প নেওয়া হয়েছিল।

সৌদি আরব ও কাতার থেকে মোট ৬০ হাজার টন সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এ ছাড়া ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), অষ্টম ও নবম শ্রেণি, এসএসসি ভোকেশনাল, ইবতেদায়ি (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি), দাখিল (অষ্টম ও নবম শ্রেণি) শ্রেণি ও দাখিল ভোকেশনাল স্তরের ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৯৭১ কপি বই ৬টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৪৪ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবও অনুমোদিত হয়।