বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি লংকাবাংলা ফাইন্যান্সের

‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন তহবিল’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পুনঃ অর্থায়ন অংশগ্রহণ-বিষয়ক চুক্তি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। লংকাবাংলা ফাইন্যান্সের পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী ও হেড অব এসএমই কামরুজ্জামান খান। বিজ্ঞপ্তি।