বিপন্ন মানুষের পাশে সিটি ব্যাংক

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় পরিবারগুলোর কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিচ্ছে সিটি ব্যাংক। ছবি: বিজ্ঞপ্তি
করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় পরিবারগুলোর কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিচ্ছে সিটি ব্যাংক। ছবি: বিজ্ঞপ্তি

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় পরিবারগুলোর কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিচ্ছে সিটি ব্যাংক। সারাদেশে আটটি সেন্টারের মাধ্যমে ২০ হাজার দুঃস্থ পরিবারের কাছে পৌঁছানো হচ্ছে ১০ কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এর মাধ্যমে আনুমানিক ১ লাখ মানুষের এক সপ্তাহের খাদ্য সংস্থানের ব্যবস্থা হবে।

সিটি ব্যাংকের এক প্রেস-বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এ কার্যক্রমের সার্বিক তদারক করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। এই মানবিক উদ্যোগের ব্যয় নির্বাহ হয়েছে ব্যাংকের সকল কর্মীর একদিনের বেতন প্রদান এবং সেই সঙ্গে পরিচালনা পর্ষদ অনুমোদিত ব্যাংক থেকে প্রাপ্ত অনুদানের মাধ্যমে।

সিটি ব্যাংক সারাদেশের ২০ হাজার দুঃস্থ পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে ১০ কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ছবি: বিজ্ঞপ্তি
সিটি ব্যাংক সারাদেশের ২০ হাজার দুঃস্থ পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে ১০ কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ছবি: বিজ্ঞপ্তি

প্রেস-বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া, নোয়াখালী, কুমিল্লা এবং টাঙ্গাইলের স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় খাদ্য সামগ্রী এখন প্রয়োজন এমন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান প্রতিষ্ঠিত 'উত্তরণ' ফাউন্ডেশনের মাধ্যমে ১৩ জেলার ৩ হাজার সুবিধাবঞ্চিত পরিবার সিটি ব্যাংকের এই সহযোগিতা পাচ্ছেন এবং তার পাশাপাশি ডিএমপির ডিসি গুলশানের মাধ্যমে ২ হাজারমধ্যবিত্ত পরিবার ও ডিসি রমনার মাধ্যমে হাজারীবাগ এলাকায় চামড়াশিল্পে জড়িত প্রায় ৫০০ কর্মহীন পরিবার ব্যাংকের এই খাদ্য সামগ্রী পেতে যাচ্ছে।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, সিটি ব্যাংক সবসময় দেশের যে কোনো প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।