ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত, শাখা বন্ধ

এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় সোনালী ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানীর মতিঝিলের ওই শাখাটি আজ বন্ধ ঘোষণা করে ব্যাংক কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখার একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার কর্তৃপক্ষ শাখাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ওই শাখার গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে পাশের দিলকুশা করপোরেট শাখা থেকে লেনদেনসহ জরুরি সেবা গ্রহণের জন্য অনুরোধ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে এক কর্মকর্তা করোনায় আক্রান্ত সন্দেহে অগ্রণী ব্যাংকের প্রধান শাখা বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে পরে পরীক্ষায় দেখা যায়, ওই কর্মকর্তা আক্রান্ত হননি। পরে শাখাটি খুলে দেওয়া হয়। তবে কর্মকর্তা আক্রান্ত হওয়ায় বেসরকারি একাধিক ব্যাংকের শাখা লকডাউন করা হয়েছে।