ভরিতে বাড়ছে ২৯১৬ টাকা, প্রতি ভরির দাম ৭২ হাজার ৭৮৩ টাকা

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

এক মাসের ব্যবধানে ভরিতে প্রায় তিন হাজার টাকা বাড়ছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। দেশের ইতিহাসে আগে কখনো সোনার দাম এত বেশ ওঠেনি। শুক্রবার থেকে এই দাম কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম বাড়ছে। সেই সঙ্গে দেশের বুলিয়ন মার্কেটে বাড়ছে সোনার দর। তাই দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা বাড়ানো হয়েছিল। কাল শুক্রবার ভরিতে বাড়বে ২ হাজার ৯১৬ টাকা। তাতে এক মাসেই সোনার দাম ভরিতে বাড়ল ৮ হাজার ৭৪১ টাকা। লাফিয়ে লাফিয়ে দাম বৃদ্ধি পাওয়ায় সোনার অলংকার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন জুয়েলার্স ব্যবসায়ীরা।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কাল শুক্রবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫০ হাজার ৫৬০ টাকায়।

অবশ্য আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৪৭ হাজার ৯৭০ টাকায়। কাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়ছে।

২৩ জুন দেশের বাজারে যখন সোনার দাম বাড়ানো হয়েছিল তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭৬৯ মার্কিন ডলার। আজ রাত সোয়া নয়টায় সেই দাম উঠেছে ১ হাজার ৮৮৯ ডলার।