ভোজ্যতেল আগের দামেই

মূল্য নির্ধারণের পরদিন বাজারে কোনো প্রভাব দেখা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, নতুন দামের তেল এলে বিক্রি হবে।

ভোজ্যতেল
প্রতীকী ছবি

সরকার ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার পরদিন বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, নতুন দামের তেল এলে বিক্রি শুরু হবে। অবশ্য এখন তেলের সরবরাহ তুলনামূলক কম।

বাণিজ্য মন্ত্রণালয়ে গত মঙ্গলবার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশকবিষয়ক জাতীয় কমিটির সভায় খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৩৫ টাকা, খোলা সয়াবিন ১১৫ টাকা ও পাম সুপার ১০৪ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। বোতলজাত সয়াবিনের পাঁচ লিটারের এক বোতলের দাম ধরা হয় ৬৩০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর ১ নম্বর সেকশন বাজার ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারের বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার জানান, কয়েকটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কয়েক দিন ধরে কম। দোকানে যে তেল আছে, তা আগের। এক লিটারের বোতল খুব একটা দেখা যায়নি। পাঁচ লিটারের বোতলের মোড়কে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৬৫৫ থেকে ৬৮৫ টাকা।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটের দোকানগুলো ঘুরে মাত্র তিনটিতে জনপ্রিয় একটি ব্র্যান্ডের পাঁচ লিটারের চার বোতল তেল পাওয়া গেল। বাকিগুলোতে নেই। কারওয়ান বাজার কিচেন মার্কেটের পাইকারি ব্যবসায়ী আবুল কাশেম বলেন, বাজারে সুপরিচিত সয়াবিন তেলের ব্র্যান্ডগুলোর মধ্যে শুধু দুটির সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গতকাল খুচরা বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১১৬-১২০ টাকা দরে বিক্রি হয়। পাম তেল বিক্রি হয় ১০৫ থেকে ১০৭ টাকা লিটার। এটা সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি।

*সয়াবিনের পাঁচ লিটারের বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫৫-৬৮৫ টাকা, নির্ধারণ করা হয়েছে ৬৩০ টাকা *খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১১৬-১২০ টাকা, যা নির্ধারিত হয়েছে ১১৫ টাকা।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম আগে থেকেই কিছুটা কমতির দিকে। এর কারণ আন্তর্জাতিক বাজারে দাম পড়তি। মার্চ থেকে ব্রাজিল ও আর্জেন্টিনায় নতুন মৌসুমের তেল উৎপাদন শুরু হবে। এ কারণেই দাম কমছে।

এদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে বাড়ার পর আর কমেনি। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি করেন বিক্রেতারা। ফার্মের সোনালিকা জাতের মুরগির দাম উঠেছে কেজিপ্রতি ২৬০ টাকায়। ফার্মের মুরগির ডিমের দাম অবশ্য স্বস্তিজনক অবস্থায় আছে। প্রতি ডজন ৯০ টাকার আশপাশে।

লেবু আগের মতো চড়া দামেই বিক্রি হতে দেখা যায়। একটু বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ছোট ছোট লেবু ৫০ থেকে ৬০ টাকা হালি চান বিক্রেতারা।

চালের দামে কোনো পরিবর্তন নেই। পেঁয়াজের পাইকারি দর গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা কমেছে। খুচরায় কমেনি। দর অবশ্য সহনীয়—প্রতি কেজি ৩০-৩৫ টাকা। শীতের সবজির দামও কম। বেশির ভাগ শীতের সবজি এখনো ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অবশ্য বাজারে আসতে শুরু করা গ্রীষ্মের আগাম সবজির দাম চড়া। পটল ও ঢ্যাঁড়সের দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা চান বিক্রেতারা।