মুরগি ও আলুর দাম বেড়েছে

ফাইল ছবি
ছবি: আবদুস সালাম

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। গতকাল বৃহস্পতিবার ১৫০ টাকা কেজি দরে এই মুরগি বিক্রি করেছেন বিক্রেতারা। তাঁদের দাবি, বাজেটে পোলট্রি ফিডের উপকরণ আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হলেও এই সময়ে জাহাজভাড়া বেড়ে গেছে। যে কারণে বাজারে ব্রয়লার মুরগির দাম বাড়তি।

মুরগির পাশাপাশি নতুন করে বাজারে আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়েছে। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫ টাকায়। এ ছাড়া বিভিন্ন সবজির দামও কিছুটা বেড়েছে।

রাজধানীর সূত্রাপুর ও কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ১৫০ টাকা কেজি দরে বিক্রি করেন ব্যবসায়ীরা। তবে হাতিরপুল ও নিউমার্কেট কাঁচাবাজারে ব্রয়লার মুরগি আরও ১০ টাকা বেশি দরে অর্থাৎ ১৬০ টাকায় কেজি দরে বিক্রি করতে দেখা যায়। যদিও সোনালিকা (কক) মুরগির দাম আগের চেয়ে ২০ টাকা কমে কেজি ২৩০-২৪০ টাকা দরে বিক্রি হয়েছে।

পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসীন প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগেও পোলট্রি ফিডের কেজি ছিল ৪৪ টাকা। জাহাজভাড়া বেড়ে যাওয়ায় এখন সেটা ৫২ টাকা হয়েছে। যে কারণে মুরগির দাম বেড়েছে।

গতকাল নিউমার্কেট, সূত্রাপুর ও কারওয়ান বাজারে আলু ২৫ টাকা কেজিতে বিক্রি করা হয়। দুই-তিন দিন আগে থেকেই আলুর দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান।

রাজধানীর বাজারে বর্ধিত নতুন দামের সয়াবিন তেল এসেছে। এক লিটারের বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৫৩ টাকা। আর ৫ লিটারের বোতলের দাম ৭২৮ টাকা। তবে কারওয়ান বাজারে বোতলের গায়ে লেখা দামের তুলনায় কিছুটা কম দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা। বোতলজাত এক লিটার সয়াবিন তেল ১৫০, দুই লিটার ২৮০ এবং পাঁচ লিটারের বোতল ৭০০ থেকে ৭১০ টাকায় বিক্রি হচ্ছে।

এই বাজারে বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী আইনুল হক বলেন, গত বছরের শেষ দিকেও পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০০ টাকা। এরপর থেকে তেলের দাম বেড়েই চলেছে।

ভোজ্যতেলের দামের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল রংপুরে সাংবাদিকদের বলেন, পৃথিবীর সব জায়গায় সয়াবিন তেলের দাম বেড়েছে। এর প্রভাবে দেশেও দাম বেড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজারে মোটা চাল খুচরায় ৪৪ থেকে ৪৬, বিআর আটাশ ৫০-৫২, মিনিকেট ৬২-৬৪ এবং নাজিরশাইল ৬৮-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।