মোটরসাইকেল চালকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন সহজের

সহজ মোটরসাইকেলের চালকদের জন্যে আয়োজন করে শিক্ষণ কর্মসূচির। ছবি: সংগৃহীত
সহজ মোটরসাইকেলের চালকদের জন্যে আয়োজন করে শিক্ষণ কর্মসূচির। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্টার্টআপ ‘সহজ’, বেসরকারি সংস্থা ব্র্যাককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলের চালকদের জন্য আয়োজন করল সড়কে নিরাপত্তা ও রক্ষণশীল চালনা প্রশিক্ষণ কর্মসূচির। ব্র্যাক ড্রাইভিং ট্রেইনিং স্কুলে ১২-১৫ মে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। মোটরসাইকেলের চালকেরা এখানে সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিকল্পিত আন্তর্জাতিক মানের ‘ব্র্যাক সুরক্ষা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

প্রথমবারের মতো বাংলাদেশে কোনো রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান চালকদের নিরাপত্তায় এ ধরনের পরীক্ষিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল।

প্রশিক্ষণ কর্মসূচিতে মোটরসাইকেলের চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠায় রক্ষণশীল চালনার প্রতি সংবেদনশীল করে গড়ে তোলা হয়। প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারী ব্যক্তিদের সড়কে চলাচলের নিয়মনীতি মেনে চলা, ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং নিরাপদ ও রক্ষণশীল চালনায় অভ্যস্ত করে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালীন বেশ কিছু ভিডিও আর জটিল পরিস্থিতি উপস্থাপন করে সেগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে নিরাপদে মোটরসাইকেল চালনার জন্য অংশগ্রহণকারী লোকজনের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করা হয়। এ ছাড়া, রক্ষণশীল ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে জ্বালানি, মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ ৩০ শতাংশ পর্যন্ত নামিয়ে আনা সম্ভব, সে বিষয়টি চালকদের শেখানো হয়।

সহজ রাইডারদের জন্যে দিল্লিভিত্তিক ইন্দো-অস্ট্রিয়ান প্রতিষ্ঠান হুবার্ট ইবনার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কারিগরি সহযোগিতায় সড়ক নিরাপত্তা ও রক্ষণশীল ড্রাইভিং ট্রেইনিং ম্যাটারিয়েলে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণের। ড্রাইভার ট্রেইনিং ও সড়ক নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে হুবার্ট ইবনারের রয়েছে ইউরোপ ও এশিয়ায় ৩০ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা। সহজ রাইডারদের জন্যে এই প্রশিক্ষণ কর্মসূচিটি বিশেষভাবে তৈরি করেছে ‘ব্র্যাক ড্রাইভিং স্কুল’।

প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলের চালকেরা। ছবি: সংগৃহীত
প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলের চালকেরা। ছবি: সংগৃহীত

চালকদের ওপর এ প্রশিক্ষণের প্রভাব পরিমাপ করতে অংশগ্রহণকারী ব্যক্তিদের যুক্তরাজ্যের ড্রাইভিং স্ট্যান্ডার্ড অথরিটির (ডিএসএ) প্রশিক্ষণ মূল্যায়ন উপকরণ ব্যবহার করে শ্রেণিকক্ষ ভিত্তিক প্রাক ও প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়। মূল্যায়নে দেখা যায় ৯০ শতাংশ চালকই নিরাপদ ও রক্ষণশীল চালনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করছেন। ৯৫ শতাংশ চালক নিরাপদ দূরত্ব বজায় রেখে চালনা করছেন এবং ৯০ শতাংশ চালকই নিরাপদ গতিসীমা এবং অতিরিক্ত গতির পরিমাণ সম্পর্কে বেশ সচেতনতা প্রদর্শন করছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যক্তিদের ব্র্যাক ও বিআরটিএ অনুমোদিত সনদ প্রদান করা হয়।

সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে নিরাপদ সড়ক উন্নয়নে ভূমিকা পালন করা আমাদের দায়িত্ব। নিরাপদ সড়ক গড়ার এ উদ্যোগে ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের সহায়তা পাওয়ায় আমরা গর্বিত। তথ্যসূত্র: বিজ্ঞপ্তি