যাত্রা শুরু করল ইউনিমার্ট ডট অনলাইন

ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইউনিমার্ট ডট অনলাইন চালু করেছে ইউনিমার্ট লিমিটেড। ইউনিমার্ট অনলাইনের এই প্ল্যাটফর্ম থেকে সাত হাজারেরও বেশি পণ্য কেনার সুযোগ রয়েছে।
এ ব্যাপারে ইউনিমার্ট লিমিটেড ও পেপারফ্লাইয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইউনিমার্ট সুপার শপের রাজধানীর গুলশান ও ধানমন্ডি আউটলেটের পাঁচ কিলোমিটারের মধ্যে চার ঘণ্টায় পণ্য ডেলিভারি বা সরবরাহ নিশ্চিত করবে পেপারফ্লাই। গ্রাহকদের হোম ডেলিভারির জন্য https://www.unimart.online/-এই ওয়েবসাইটে অর্ডার দিতে হবে। স্টোর পিকআপ সুবিধার পাশাপাশি পুনরায় অর্ডার শিডিউলিংয়ের সুবিধাও এ ক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে। ভোক্তারা তাঁদের সুবিধামতো একাধিক উপায়ে, যেমন: বিকাশ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে দাম পরিশোধ করতে পারবেন। শিগগির ক্যাশলেস পেমেন্ট অন ডেলিভারি অর্থাৎ পণ্য হাতে পেয়ে নগদবিহীন উপায়েও দাম পরিশোধ করা যাবে। ইউনিমার্ট ও পেপারফ্লাই এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান বলেন, ‘ইউনিমার্টের পণ্য বিক্রির অভিজ্ঞতাকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে আনতে পেরে অত্যন্ত আনন্দিত। সংকটময় এই করোনা পরিস্থিতিতে আমরা গ্রাহকদের মধ্যে অনলাইনে অর্ডার দিয়ে দৈনন্দিন ও মৌলিক প্রয়োজনীয় জিনিস হাতে পাওয়ার চাহিদা লক্ষ করেছি। এ ধরনের নতুন গ্রাহকদের প্রয়োজন মেটাতেই আমাদের সেবাকে প্রসারিত করেছি।’
পেপারফ্লাইয়ের পরিচালক রাহাত আহমেদ বলেন, পেপারফ্লাই রিটেইল চেইন ইউনিমার্টের জন্য শপিং ওয়েবসাইট ও অনলাইন অর্ডার ম্যানেজমেন্ট বা পূর্ণাঙ্গ অনলাইন শপিং সিস্টেম তৈরি করে দিয়েছে। এখন তার পরিষেবাগুলো ভোক্তাদের কাছে পৌঁছে দেবে পেপারফ্লাই। বিজ্ঞপ্তি