রূপালী, মুক্তাদির, স্নোটেক্স ও ডাচ্‌–বাংলা পেলেন সেরার পুরস্কার

দ্য ডেইলি স্টার-ডিএইচএল বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন ব্যবসায় জগতের দুজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান। ব্যবসা-বাণিজ্যে অবদানের বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীকে আউটস্ট্যান্ডিং ওমেন ইন বিজনেস সম্মাননা দেওয়া হয়। আর বছর সেরা ব্যবসায় ব্যক্তিত্ব (বিজনেস পারসন অব দ্য ইয়ার) হলেন ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।
প্রতিষ্ঠান শ্রেণিতে সেরা ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে তৈরি পোশাক খাতের কোম্পানি স্নোটেক্স এবং সেরা আর্থিক প্রতিষ্ঠান ডাচ্‌–বাংলা ব্যাংক এই পুরস্কার পেয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। তাঁরা সবাই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং ডিএইচএল ১৯ বারের মতো এই পুরস্কার দিল।

রূপালী চৌধুরী

রূপালী চৌধুরী তিন দশক ধরে বার্জার পেইন্টসে আছেন। পরিকল্পনা ব্যবস্থাপক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীর পদে অধিষ্ঠিত আছেন। রূপালী চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘একজন নারী যখন এগিয়ে যান, তখন তা পুরো নারীসমাজকে এগিয়ে দেন। আমি যদি চট্টগ্রামের পটিয়া থেকে আজকের এই অবস্থানে আসতে পারি, তাহলে বাংলাদেশের সব নারী প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতে পারবেন।’

আব্দুল মুক্তাদির

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসের আব্দুল মুক্তাদির, ডাচ্‌–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন এবং স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ।

ভার্চ্যুয়াল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেপালের একমাত্র বিলিয়নিয়ার ও সিজি কর্প গ্লোবালের চেয়ারম্যান বিনোদ চৌধুরী। তিনি বলেন, করোনা–পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। গত কয়েক দশকের বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করেন বিনোদ চৌধুরী। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তিনি ব্র্যাকের প্রয়াত চেয়ারপারসন ফজলে হাসান আবেদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে শিল্পায়নের সুবিধা বাড়াচ্ছে। সারা দেশে অর্থনৈতি অঞ্চল গঠন করা হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের জন্য ওয়ান–স্টপ সার্ভিস বা এক দরজায় সেবা চালু করেছে।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম তাঁর বক্তব্যের শুরুতেই ট্রান্সকম গ্রুপের সদ্য প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। মাহ্‌ফুজ আনাম আরও বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো করেছে।

বক্তব্য দেন ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক, এইচঅ্যান্ডএমের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান প্রমুখ।