শ্রমিক ছাঁটাই না করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ থাকলেও শ্রমিকদের চাকরিচ্যুত করা যাবে না। কারখানামালিকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাণিজ্যমন্ত্রী শ্রমিকদের মার্চের বেতন-মজুরি ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধের জন্যও কারখানামালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এক যৌথ বিবৃতিতে ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চের বেতন-ভাতা পরিশোধের জন্য স্ব স্ব সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানায়।