সাঈদ হোসেন চৌধুরীর দুই ছেলের ব্যাংক হিসাব তলব

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর দুই ছেলে হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি ব্যাংকগুলোতে এ–সংক্রান্ত চিঠি পাঠিয়েছে এনবিআর।

চিঠিতে ব্যাংকগুলোকে ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণীও পাঠাতে বলেছে এনবিআর। ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁদের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব বা অন্য যেকোনো ধরনের স্কিম বা হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে বলা হয়েছে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে বলেছে এনবিআর।

আয়কর অধ্যাদেশের ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে সংস্থাটি। এনবিআরের চিঠিতে বলা হয়েছে, হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর নামে এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে অথবা তাঁদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে।

এদিকে সাঈদ হোসেন চৌধুরীকে গত বছর ওয়ান ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নিয়োগের অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। ফলে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েন।

এইচআরসি গ্রুপের মালিকানায় রিয়েল এস্টেট, ব্যাংক, ইনস্যুরেন্স, চা, লাইটিং ইন্ডাস্ট্রি, সংবাদপত্র ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের ২৭টি প্রতিষ্ঠান রয়েছে।