সামাজিক মাধ্যমে ভুয়া বার্তা, গ্রাহকদের সতর্ক করল আড়ং

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি প্রতারণামূলক বার্তা নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। এ নিয়ে নিজেদের ফেসবুক পেজে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রতারণামূলক বার্তা আমাদের নজরে এসেছে। সেখানে একটি লিংক শেয়ার করে বলা হয়েছে, আড়ংয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে একটি ফরম পূরণ করলে অংশগ্রহণকারীরা পাঁচ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন।’

ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ং এ প্রসঙ্গে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ বার্তা প্রতারণামূলক। এ বছর আড়ং ৪৪তম ও ব্র্যাক ৫০তম বার্ষিকী পার করছে। আর প্রতারণামূলক ওই লিংকে বলা হয়েছে, ৩৫তম বার্ষিকীর কথা।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশে প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা এ ধরনের বার্তা প্রচার করিনি এবং এমন কোনো অফার আমরা দিইনি। তাই প্রতারণামূলক এই ইলেকট্রনিক বার্তায় দেওয়া লিংকে কেউ ক্লিক করবেন না।’

এ বিষয়ে আড়ংয়ের ই-কমার্স ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক তানভীর হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো অফার আমাদের নেই। ওই লিংক ভুয়া। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।’