সিআইপি মর্যাদায় তানভীর আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন তানভীর আহমেদ। ছবি: সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে সিআইপি কার্ড নিচ্ছেন তানভীর আহমেদ। ছবি: সংগৃহীত

২০১৫ সালে অর্থনৈতিক খাতে অবদান রাখার জন্য, সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ) মর্যাদা পেলেন এনভয় গ্রুপ ও শেলটেক লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ। গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য মনোনীতদের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রপ্তানি খাতে অবদানের জন্য সিআইপি মর্যাদা পেয়েছেন তানভীর আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যবসায়ীকে সিআইপি সম্মানে ভূষিত করেছে সরকার। এর মধ্যে ১৯টি খাতে পণ্য রপ্তানির জন্য ১৩৬ জনকে এবং ব্যবসা-বাণিজ্যে অবদান বিবেচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ৪২ জনকে সিআইপি কার্ড দেওয়া হয়।

সিআইপিরা সচিবালয়ে প্রবেশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণসহ, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদ টেক্সটাইল, সিরামিকস, আবাসন, হোটেলসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।

তানভীর সফল ব্যবসায়ী ও সাবেক বিজিএমইএ সভাপতি কুতুবউদ্দিন আহমেদের ছেলে।