সুতার কৃত্রিম সংকটের দ্রুত সমাধান দরকার

হোম টেক্সটাইল রপ্তানিতে ভালো সম্ভাবনা থাকলেও সুতার কৃত্রিম সংকটের কারণে আমরা মার খাচ্ছি। দেশীয় বস্ত্রকল থেকে আমরা ১০ ও ১৬ কাউন্টের সুতা পেয়ে আসছিলাম। সাম্প্রতিক সময়ে ডেনিমের ক্রয়াদেশ বেশি আসায় বেশি দামে সেই সুতা বিক্রি হচ্ছে। সে জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না হোম টেক্সটাইল কারখানা। সে কারণে আমরা ১০ ও ১৬ কাউন্টের সুতা বন্ড লাইসেন্স না থাকলেও শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ চেয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি।

শিগগিরই উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে হোম টেক্সটাইলের প্রচুর ক্রয়াদেশ আসবে। কারণ, তারা চীন, পাকিস্তান ও ভারতে ক্রয়াদেশ দিতে চাচ্ছে না। কিন্তু সুতা ও গ্যাসের সংকটের কারণে অ্যাপেক্স, অলটেক্স, সাত্তার টেক্সটাইল ও ঢাকা ডায়িং কারখানা বন্ধ হয়ে গেছে। আরও কয়েকটি বন্ধ হওয়ার জোগাড়। অন্যদিকে নতুন কারখানার ক্ষেত্রে সহজেই বিদ্যুৎ-সংযোগ দ্রুত মিললেও গ্যাস-সংযোগ পেতে কোটি কোটি টাকা খরচ করে দুর্ভোগ পোহাতে হয়। দ্রুততম সময়ের মধ্যে সুতা ও গ্যাস-সংযোগের সমস্যা মিটলে অনেক উদ্যোক্তাই নতুন বিনিয়োগে আসবে।