বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নেবে ২১ প্রভাষক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ বিভাগে ২১ জন প্রভাষক নেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

যেসব বিভাগে প্রভাষক নেবে

বিভাগ/ইনস্টিটিউট: ১. অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগ ১ জন
২. মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ ২ জন
৩. প্যাথলজি বিভাগ ১ জন
৪. মৃত্তিকাবিজ্ঞান বিভাগ ১ জন
৫. কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ ২ জন
৬. ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগ ২ জন
৭. পশুবিজ্ঞান বিভাগ ১ জন
৮. পশুপুষ্টি বিভাগ ১ জন
৯. ডেইরি বিভাগ ১ জন
১০. কৃষি অর্থনীতি বিভাগ ২ জন
১১. ফুট টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ ২ জন
১২. ফিশারিজ টেকনোলজি বিভাগ ১ জন
১৩. হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট ৪ জন (কৃষি অনুষদে স্নাতক ১ জন, পশুপালন অনুষদে স্নাতক ১ জন, কৃষি অর্থনীতিতে স্নাতক ১ জন ও ফিশারিজে স্নাতক ১ জন)

আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নমুনা ফরমে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনপত্র ২০ মের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছাতে হবে।