পানি উন্নয়ন বোর্ডে ২১৩ জন নিয়োগ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদে ২১৩ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি এ–সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
যেসব পদে নিয়োগ

পদের নাম: সার্ভেয়ার (প্রকৌশল) 
পদসংখ্যা: ১৩৭
বেতন স্কেল: ৯ হাজার ৭০০-২৩ হাজার ৪৯০ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন সার্ভে ফাইনাল পাস। (সার্ভে ফাইনাল পাস অথবা ডিপ্লোমা ইন সার্ভেয়িং টেকনালজি পাস না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।)

পদের নাম: ঊর্ধ্বতন হিসাব সহকারী
পদসংখ্যা: ৩০
বেতন স্কেল: ৯ হাজার ৭০০-২৩ হাজার ৪৯০ টাকা
যোগ্যতা: হিসাববিজ্ঞানসহ বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে।

পদের নাম: হিসাব করণিক
পদসংখ্যা: ৪৬
বেতন স্কেল: ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা
যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পাস। এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটারে অভিজ্ঞ হতে হবে।
বয়স: ১১ জুলাই ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০। এ ছাড়া কোটার ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের শেষ সময়: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১১ জুলাই, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত: https://www.bwdb.gov.bd/archive/pdf/4434.pdf