আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রংপুর বিভাগের বিভিন্ন জেলার জন্য ‘ফিল্ড অ্যাটেনডেন্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: ফিল্ড অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা: ১৬
    যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিবি (যক্ষ্মা) স্ক্রিনিংয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস, এক্সেল ও ই–মেইল পরিচালনায় দক্ষ হতে হবে। দেশের যেকোনো ফিল্ড অফিস পরিদর্শনের মানসিকতা থাকতে হবে। রংপুর বিভাগের স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    কর্মস্থল: দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।
    বেতন: ১৬,২৯৫ টাকা। (আলোচনা সাপেক্ষে)
    অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস ও আয়কর দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে। আবেদনের সময় পছন্দের ডিউটি স্টেশন উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২২।