আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রংপুর বিভাগের বিভিন্ন জেলার জন্য ‘ফিল্ড অ্যাটেনডেন্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ফিল্ড অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১৬
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিবি (যক্ষ্মা) স্ক্রিনিংয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস, এক্সেল ও ই–মেইল পরিচালনায় দক্ষ হতে হবে। দেশের যেকোনো ফিল্ড অফিস পরিদর্শনের মানসিকতা থাকতে হবে। রংপুর বিভাগের স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।
বেতন: ১৬,২৯৫ টাকা। (আলোচনা সাপেক্ষে)
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস ও আয়কর দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন করে আবেদন করতে হবে। আবেদনের সময় পছন্দের ডিউটি স্টেশন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২২।