ওয়াটারএইডে চাকরি, সপ্তাহে ছুটি দুই দিন, বেতন ৫৮,০০০

ফাইল ছবি: জাহিদুল করিম

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি’ বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: কমিউনিকেশনস অফিসার (ক্যাম্পেইন)
    পদসংখ্যা: নির্ধারিত নয়।
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, কমিউনিকেশনস, মার্কেটিং বা সমমান বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাম্পেইন, অডিয়েন্স এনগেজমেন্ট, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন অ্যাক্টিভিটিস বিষয়ে ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রথমে দুই বছরের চুক্তি, এই মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
    কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে পাঁচ দিন অফিস। সপ্তাহে অন্তত ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৮,০০০-৬৫,০০০ টাকা। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটিসহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

ছবি: ওয়াটারএইডের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২২।