ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৯০,০০০

প্রতীকী ফাইল ছবি: প্রথম আলো

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ম্যানেজমেন্ট বিভাগে দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: মেইনটেন্যান্স সুপারভাইজার (ডেপুটি)
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    যোগ্যতা: প্রার্থীদের এসএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ এইচভিএসি/ সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বিল্ডিং মেইনটেন্যান্স, রিপেয়ার ও নির্মাণকাজে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর সুপারভাইজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।

চাকরির ধরন: স্থায়ী, সপ্তাহে ৪৫ ঘণ্টা অফিস করতে হবে।
বেতন: ৯০,০০০ টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

ঢাকায় মার্কিন দূতাবাস ভবন
ফাইল ছবি

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৮ জানুয়ারি ২০২২।