বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা রাফি খান বলেন, করোনা মহামারি শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের অনেক সুযোগ সংকুচিত করে ফেলেছে। মেলায় চাকরি প্রদানের পাশাপাশি অন্যতম একটি উদ্দেশ্য হলো করোনা মহামারিকালীন বা ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় ডিজিটাল সেবা ও সুবিধাগুলো প্রতিবন্ধী মানুষের ব্যবহার উপযোগী করা এবং তাঁদের নাগালে পৌঁছে দেওয়া।
সম্প্রতি বেসরকারি খাতে প্রতিবন্ধী মানুষের কাজের সুযোগ বাড়াতে নিয়োগকর্তা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য সরকার প্রণোদনার ঘোষণা দিয়েছে। সরকারের প্রজ্ঞাপনে অর্থ আইন সেশন ৫২(৬)-এ বলা হয়েছে, কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে কর্মরত মোট জনবল ন্যূনতম ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করলে ওই করদাতাকে প্রদেয় করে ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে। রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন https://i2ijobfair.skyfair.live/ অথবা ভিজিট করতে কিউআর কোডটি স্ক্যান করুন।