সাতক্ষীরাবাসীর জন্য সরকারি চাকরি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ শাখার ছাড়পত্র অনুয়ায়ী সাতক্ষীরা জেলার ইউনিয়ন পরিষদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোতে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে লোক নেওয়া হবে। শুধু সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
    পদসংখ্যা:
    যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

বয়সসীমা
প্রার্থীর বয়সসীমা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি ও প্রতিবন্ধীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম এ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র নেওয়া হবে না।

আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২২