হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নেবে ৩৭৮ জন অডিটর

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ও এর অধীন দপ্তরগুলোতে ১১তম গ্রেডভুক্ত অডিটর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

  • পদের নাম: অডিটর
    পদসংখ্যা: ৩৭৮
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)।

    বয়সসীমা
    আবেদনকারীর বয়স ১২ জানুয়ারি ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি
টেলিটক মুঠোফোন নম্বর থেকে আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়: ১২ জানুয়ারি থেকে আবেদন শুরু। আবেদন করা যাবে ২৭ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।