আবেদনের শর্ত
উল্লিখিত পদসমূহের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনকারীকে অবশ্যই এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধাতালিকাভুক্ত হতে হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সবশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২১ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে ২০১৮ সালের ১২ জুনের আগে যাঁরা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
প্রতিটি আবেদনের জন্য আবেদনকারীকে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে।
যেভাবে আবেদন
অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়াসংক্রান্ত নিয়ম এনটিআরসিএর ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ওয়েবসাইটেই আবেদন ফরমও পাওয়া যাবে। আবেদন করার আগে এ লিংক থেকে বিস্তারিত তথ্য আবার জেনে নিতে হবে।
আবেদনের সময়সীমা: ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।