এডি পদে কোটার কাগজপত্র জমা দিতে বলল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকসংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এডি)’ পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁদের কোটা আছে, তাঁদের কোটার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এই কাগজপত্র জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ৩০ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রথম দফায় ১৩ জুলাই থেকে ১৮ জুলাই এবং দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাইয়ের কোটা–সংক্রান্ত প্রজ্ঞাপনের সূত্রে ‘সহকারী পরিচালক’ পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীগণের মধ্য থেকে স্ব স্ব প্রযোজ্য কোটা প্রাপ্যতার লক্ষ্যে নিজ হাতে লিখিত আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৬ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোটা–সংক্রান্ত কাগজপত্র জমা না দিলে পরবর্তী সময়ে এ–সংক্রান্ত কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না।

আরও পড়ুন