৪০তম বিসিএস: মৌখিক পরীক্ষায় সংশোধিত সূচি প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

৪০ তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার সংশোধিত সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪০ তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২ হাজার ৪৬৭ জনের ভাইভা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। ওই দিন সকাল ১০টায় শুরু হবে ভাইভা।

পিএসসি এক বিজ্ঞপ্তিতে ভাইভার এ সংশোধিত সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী ভাইভা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। ভাইভা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।
সম্প্রতি ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের ভাইভার সূচি দেখুন এখানে

বি.সি.এস. এর মৌখিক পরীক্ষার প্রোগ্রাম (সাধারণ ক্যাডার).pdf