৪২তম বিসিএসের ভাইভা স্থগিত

সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

৪২ তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসজনিত সংক্রমণের সরকারি বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর মৌখিক পরীক্ষায় পরিবর্তিত তারিখ জানাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ মঙ্গলবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

৪২ তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। ২৩ মে থেকে এদের ভাইভা হওয়ার কথা ছিল। ওই দিন সকাল ১০টায় ২২০ জনের ভাইভা হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হতো।

বিসিএস ভাইভায় ভালো করতে হলে প্রবল আত্মবিশ্বাস থাকতে হবে

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।

ছবি: সংগৃহীত