৪২তম বিসিএস : ১৩ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ

সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

৪২তম বিসিএসের (বিশেষ) ১৩ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এ–সংক্রান্ত নোটিশ আজ রোববার ওয়েবসাইটে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯-এ আক্রান্তসহ গুরুতর শারীরিক অসুস্থতা ও অন্যান্য কারণে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা পেছানোর জন্য ১৩ জন প্রার্থী কমিশনে আবেদন করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পিএসসি ওই ১৩ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে। ২৯ আগস্ট সকাল ১০টা থেকে ওই ১৩ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেবে পিএসসি।

১৩ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো

ছবি: সংগৃহীত

করোনা মোকাবিলায় দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন।

পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দুবার স্থগিত করে পিএসসি। এর মধ্যেই ৩ হাজার ৩০২ প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। বাকি ২ হাজার ৭২০ প্রার্থীর পরীক্ষা ২৮ আগস্ট পর্যন্ত চলার কথা। তাঁদের মধ্য ১৩ প্রার্থীর পরীক্ষা হবে ২৯ আগস্ট।