৪৫তম বিসিএসে ২২৪৭ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মৌখিক পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। মডেল: নুসরাত।
ছবি: খালেদ সরকার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

45th bcs press release 8th.pdf

এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পিএসসি আজ সোমবার জানিয়েছে, মৌখিক পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশ নেবেন মোট ২ হাজার ২৪৭ প্রার্থী।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি

১২ অক্টোবর ২০২৫ (রোববার): সাধারণ ক্যাডার ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

১৩ অক্টোবর ২০২৫ (সোমবার): সাধারণ ক্যাডার ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার): সাধারণ ক্যাডার ৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার): সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

১৫ অক্টোবর ২০২৫ (বুধবার): সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

আরও পড়ুন

১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার): সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ২২৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

১৯ অক্টোবর ২০২৫ (রোববার): সাধারণ ক্যাডার ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২০ অক্টোবর ২০২৫ (সোমবার): সাধারণ ক্যাডার ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২১ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার): সাধারণ ক্যাডার ২৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২২ অক্টোবর ২০২৫ (বুধবার): সাধারণ ক্যাডার ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার): সাধারণ ক্যাডার ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম ১ (BPSC Form-1) ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফরম এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব প্রয়োজনীয় কাগজপত্র (যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের সনদ, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ ইত্যাদি) মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। এ ছাড়া বিপিএসসি ফরম-৩ (BPSC Form-3) অনলাইনে পূরণ করে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

কোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাঁদের সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।