পুলিশে সার্জেন্ট নিয়োগ: মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা-২

সার্জেন্ট আবদুল্লাহ আল নোমান।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ১১ এপ্রিল শুরু। সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট হিসেবে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। নিয়মিত এ আয়োজনের দ্বিতীয় পর্ব প্রকাশ করা হলো। এই পর্বে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন ২৫তম ব্যাচের বেস্ট ক্যাডেট সার্জেন্ট আবদুল্লাহ আল নোমান

প্রার্থী: আসতে পারি, স্যার?
মৌখিক পরীক্ষার বোর্ড: আসুন।

প্রার্থী: বোর্ডের কাছে গিয়ে সালাম দিলাম। স্যার বললেন, বসেন। বসতে না বসতেই আমার পাশে বসা স্যার কাগজপত্র চাইলেন। আমি দিলাম, তিনি দেখা শুরু করলেন। অন্য স্যাররা প্রশ্ন করা শুরু করলেন।

মৌখিক পরীক্ষার বোর্ড: কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন?
প্রার্থী: স্যার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মৌখিক পরীক্ষার বোর্ড: কোন বিষয়ে পড়ালেখা করেছেন?
প্রার্থী: বিএসসি ইন অ্যাগ্রিকালচার।

মৌখিক পরীক্ষার বোর্ড: কোষ বিভাজন কী?
প্রার্থী: যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ এবং যে কোষটি বিভাজিত হয়, তাকে মাতৃকোষ বলা হয়।

মৌখিক পরীক্ষার বোর্ড: মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য কী?
প্রার্থী: বলতে গিয়ে কেমন জানি আটকে যাচ্ছিলাম, স্যার বললেন ঠিক আছে। সবকিছু সব সময় মনে পড়ে না।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বোর্ড: আচ্ছা বলুনতো জিডিপিতে কৃষির অবদান কতটুকু?
প্রার্থী: ১৪ দশমিক ২৩ শতাংশ (২০১৭-১৮ অর্থবছর)

মৌখিক পরীক্ষার বোর্ড: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? কে প্রতিষ্ঠা করেন?
প্রার্থী: স্যার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১১ ডিসেম্বর ১৯৩৮ সালে ‘দি বেঙ্গল কৃষি ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে ইনস্টিটিউট থেকে এটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

মৌখিক পরীক্ষার বোর্ড: গুড। ভালোই ধারণা আছে আপনার। অনুবাদ করুন, ‘এখান থেকে একটি বিল্ডিং দেখা যায়’।
প্রার্থী: A building is seen from here.

মৌখিক পরীক্ষার বোর্ড: শেষ মোঘল সম্রাটের নাম কী?
প্রার্থী: দ্বিতীয় বাহাদুর শাহ।

মৌখিক পরীক্ষার বোর্ড: বাহাদুর শাহ পার্ক কোথায়? এই পার্কের পূর্বনাম কী?
প্রার্থী: সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে অবস্থিত। এ পার্কের পূর্বনাম ছিল ভিক্টোরিয়া পার্ক।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বোর্ড: ১৭ মার্চ কেন বিখ্যাত?
প্রার্থী: ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। আর এ কারণে ১৭ মার্চ বিখ্যাত।

মৌখিক পরীক্ষার বোর্ড: অন্য এক স্যার বললেন, স্যার ওকে যেতে দিন ও অনেক প্রশ্নের উত্তর দিয়েছে।

মৌখিক পরীক্ষার বোর্ড: ওকে বাবা, যাও তুমি, (পাশে বসা স্যার কাগজগুলো হাতে দিলেন)
প্রার্থী: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম বলে ধীরে ধীরে রুম থেকে বের হলাম।